
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পল্লীতে পুকুর পাড়ে খেলার সময় পানিতে পড়ে নিহাত (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নরহরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহাত ওই এলাকার নুরুজ্জামানের ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদুল কবির পরিবারে বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল নিহাত। খেলার এক সময় সবার অগোচরে হঠাৎ পুকুরের পানিতে ডুবে যায় সে। কিছুক্ষণ পর শিশুটিকে খোঁজাখুঁজির করতে গেলে পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে, শিশুটিকে পরিবারের লোকজন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আবুল কাসেম তাকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসক আবুল কাসেম বলেন, পানিতে ডুবে যাওয়া শিশুটিকে ক্লিনিকে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, শিশুটির বাবা নেই। ঘটনাস্থলে মা অনুপস্থিত ছিল। এমতাবস্থায় চাচাতো ভাই শাহিনের কাছে লাশ হস্তান্তর করা হয়।