স্টাফ রিপোর্টার, দিনাজপুর : কঠোর লকডাউনের মধ্যেও দিনাজপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। রোগী বাড়ায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। এভাবে প্রতিনিয়ত রোগী বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশংকা করছেন তারা।
দিনাজপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও জেলা করোনা ফোকাল পার্সল ডাঃ শাহ্ মোঃ এজাজ-উল হক সোমবার সকালে জানান, গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১শ’ ৮৩ জনে। একই সাথে দিনাজপুর জেলায় ৮শ’ ৪১টি নমুনা পরীক্ষায় ২শ’ ৬৭ জনের করোনা পজিটিভ এসেছে।এরমধ্যে দিনাজপুর সদরে ৫শ’ ৪৪টি নমুনা পরীক্ষায় ১শ’ ৮৭ জন করোনা পজিটিভ এসেছেন।
এ নিয়ে দিনাজপুরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৩শ’ ৫৪ জনে। একই সাথে সুস্থ্য হয়েছেন ১শ’ ৯ জন। জেলায় এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ৬ হাজার ৫শ’ ২৭ জন। করোনা বিবেচনায় শতাংশের হার ৩৪ দশমিক ৩৮ শতাংশ।