
স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুর জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। একই সময় করোনা শনাক্ত হয়েছে ১৪ জনের। শনাক্তের হার ৯ দশমিক ৭৯। সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর সিভিল সার্জন মোহাম্মদ আব্দুল কুদ্দুস। তিনি জানান, মারা যাওয়া ৩ জনের মধ্যে এক জনের করোনা পজিটিভ ছিলো। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ২ জন। নতুন করে আরও ১শ’ ৪৩ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়।
তিনি আরও জানান, জেলায় এখন পর্যন্ত করোনায় মোট ৩শ’ ৯৩ জন মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ৩ শ’ ৬২ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬ জন। মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮শ’ ৫৬ জন। বর্তমানে রোগী আছেন ২শ’ ২০ জন।