
স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুরে আবারও বেড়েছে করোনায় মৃতের সংখ্যা। দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জন ও উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ১শ’ ১৩ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সবমিলিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৬শ’ ৫৯ জন। এ নিয়ে জেলায় করোনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২শ’ ৬১ জন। শনাক্তের হার ৪৩ দশমিক ৩৬ শতাংশ।
শুক্রবার সকালে দিনাজপুর সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, দিনাজপুরে নতুন করে ৪৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনায় মারা গেছেন তিন জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন এক জন। এ সময় জেলার বিরল, খানসামা ও নবাবগঞ্জ উপজেলায় একজন করে মারা গেছেন। উপসর্গ নিয়ে মারা গেছেন একজন।
সিভিল সার্জন সূত্রে আরও জানা গেছে, করোনা আক্রান্ত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ৫৬ জন ভর্তি আছেন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৯৫ জন। ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন ২৮ জন করোনা রোগী। উপসর্গ নিয়ে সেখানে ভর্তি আছেন ১৫ জন। জেলার ১৩টি উপজেলার স্বাস্থ্যকমপ্লেক্সে ২২ জন করোনা রোগী ভর্তি আছেন, উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৮ জন।
উল্লেখ্য, দিনাজপুরে করোনা রোগীর চিকিৎসার জন্যে অক্সিজেন সিলিন্ডার ১ হাজার ২শ’ ৮৫টি এবং জেলায় ১ হাজার ৫শ’ ২৪টি, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা ১৯টি, অক্সিজেন কনসেনট্রেটর ২৮ এবং জেলায় ৬৩টি রয়েছে।