
স্টাফ রিপোর্টার, দিনাজপুর : সীমান্তঘেষাঁ জেলা দিনাজপুরে ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু দাঁড়ালো ৩শ’ ৮ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৫৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৯শ’ ৮০ জন। করোনা শনাক্তের হার ২১ দশমিক ৩১ শতাংশ।
বুধবার সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শাহ মো. এজাজ-উল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ২শ’ ৫৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সদর উপজেলায় ৩৫ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া বিরলে আট জন, বীরগঞ্জে দুই জন, চিরিরবন্দরে দুই জন, কাহারোলে চার জন ও পার্বতীপুর উপজেলায় চার জন করোনা আক্রান্ত হয়েছেন। দিনাজপুরে মোট সুস্থ রোগীর সংখ্যা ১১ হাজার ৬শ’ ৬৫ জন।
এছাড়াও ৯শ’ ৬৩ জন হোম আইসোলেশনে এবং করোনা পজিটিভ রোগী ও করোনা উপসর্গ নিয়ে ২শ’ ২২ জন রোগী দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে ভর্তি আছেন।