
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাক্তার সুদীপ্ত দেব শর্মা (৩০) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (৩ আগস্ট) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আফরোজ সুলতানা লুনা মিরর টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সুদীপ্ত দেব শর্মা উপজেলার সুজালপুর ইউনিয়নের আমতলী মানকিরা গ্রামের শশী মোহন দেব শর্মার ছেলে।
আফরোজ সুলতানা জানান, সুদীপ্ত দেব শর্মা গত ১৬ জুলাই করোনায় আক্রান্ত হন। তখন তার শারীরিক অবস্থার অবনতি হলে ২৩ জুলাই তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়।
মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সুদীপ্ত দেব শর্মা এই হাসপাতালে করোনা রোগীদের সেবায় নিয়োজিত ছিলেন।