বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : করোনাকালীন ব্যবসায় মন্দা, পাশাপাশি দাদন ব্যবসায়ীর ঋণের চাপ সইতে না পেরে, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পল্লীতে মোজাফফর হোসেন (৩৫) নামে এক সবজি বিক্রেতা আত্মহত্যার করেছেন।
শনিবার গভীররাতে বাড়ির পাশের আম গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। মোফাজ্জল হোসেন উপজেলার মোহনপুর ইউনিয়নের চিলকুড়া গ্রামের পমেজ উদ্দিনের ছেলে।
পারিবারিক সুত্রে জানা যায়, স্থানীয় দাদন ব্যবসায়ীর কাছে সুদের ওপর ২৫ হাজার টাকা নেন মোফাজ্জল। যা ইতিমধ্যে ৫০ টাকার টাকার মত ঋণ বেড়েছে। করোনাকালীন দুর্যোগে সময়মত ঋণের টাকা পরিশোধ করতে পারছিলেন না, টাকার জন্য সারাক্ষণ টেনশনে থাকতেন তিনি। যার কারণে হয়তো গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে জানান নিহতের স্ত্রী মর্জিনা বেগম।
এ ঘটনায় বীরগঞ্জ থানার (তদন্ত) কর্মকর্তা সোহেল রানা জানান, রবিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যপারে বীরগঞ্জ থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।