স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় দু’জন এবং উপসর্গ নিয়ে আরও আটজন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ২শ’ ১৯ জন। এ সময় নতুন করে আরও ২শ’ ৬৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ১০ হাজার ৯শ’ ৭৩ জন।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর সিভিল সার্জন ডাক্তার আব্দুল কুদ্দুস। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬শ’ ৩৭ জনের নমুনা পরীক্ষা করে, নতুন ২শ’ ৬৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনা আক্রান্ত হয়ে দু’জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও আটজন। এ সময় সুস্থ হয়েছেন ১শ’ ১ জন।
আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১শ’ ১৮ জন, বিরলে পাঁচজন, বিরামপুরে দু’জন, বীরগঞ্জে ১০, বোচাগঞ্জে ১৭, চিরিরবন্দর ৩০, ফুলবাড়িতে ১৮, হাকিমপুরে ২০, কাহারোলে ১৪, খানাসামায় দু’জন, নবাবগঞ্জে পাঁচজন এবং পার্বতীপুরে ২৪ জন আক্রান্ত হয়েছেন।