স্টাফ রিপোর্টার, দিনাজপুর : সাতদিনের কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিনে দিনাজপুরে আরও ১শ’ ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৫শ’ ৩৭ জনে।এ দিনে মৃত্যু হয়েছে আরও ৩ জনের। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১শ’ ৮৬ জনে।
দিনাজপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও জেলা করোনা ফোকাল পার্সল ডাঃ শাহ্ এজাজ-উল হক মঙ্গলবার জানান, গত ২৪ ঘণ্টায় ৬শ’ ৩৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল, তার মধ্যে নমুনা পরীক্ষা করা হয় ৫শ’ ২০ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১শ’ ৮৩ জনের। শনাক্তের হার ৩৫ দশমিক ১৯ শতাংশ।
দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে জেলা সদরে ১শ’ ৮ জন, বিরলে ১২ জন, ফুলবাড়ীতে আটজন, নবাবগঞ্জে একজন, হাকিমপুরে একজন, কাহারোলে তিনজন, চিরিরবন্দরে দুইজন, বীরগঞ্জে ছয়জন, পার্বতীপুরে ১৮ জন, বোচাগঞ্জ ১৬ জন, ঘোড়াঘাটে একজন ও খানসামায় সাতজন। মারা গেছেন জেলার সদরে ২ জন ও বিরামপুরে একজন।