
ঢাকা : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন। ময়মনসিংহের ত্রিশালের বৈলর এলাকায় শনিবার রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনিম সারোয়ার নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মহাসড়কে ট্রাকের বাম পাশের দুটি চাকা পাংচার হয়ে যায়। ট্রাকটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ঈমাম পরিবহনের হালুয়াঘাটগামী একটি বাস একে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই বাসের তিনজনের মৃত্যু হয়। তাদের মধ্যে বাসচালক আছেন কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহতদের ফায়ার সার্ভিসের কর্মীরা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।