
মিরর স্পোর্টস : তিন বছর পর সাদা পোশাকে খেলার সুযোগ ডেভিড মালানের। আর এই ফরম্যাটে অভিষেক হতে পারে সাকিব মাহমুদের। ভারতের বিপক্ষে আগামী সপ্তাহের হেডিংলি টেস্টের জন্য ইংল্যান্ডের ঘোষিত ১৫ জনের মধ্যে তাদের নামও রয়েছে। দ্বিতীয় টেস্টে কাঁধে চোট পেয়েও দলে জায়গা ধরে রেখেছেন মার্ক উড। বাদ পড়েছেন জ্যাক ক্রলি ও ডম সিবলি।মালান গত দুই বছর ধরে ইংল্যান্ড টি-টোয়েন্টি দলের মূল ব্যাটসম্যান। এই ফরম্যাটে বিশ্বের এক নম্বর তিনি। তবে শেষবার টেস্ট খেলেছেন ২০১৮ সালে ভারত সিরিজে। দুর্বল ফর্মের কারণে এজবাস্টন টেস্টের পর বাদ পড়েন তিনি। সব মিলিয়ে ১৫ টেস্টে তার ব্যাটিং গড় ২৭.৮৪।তবে আন্তর্জাতিক পর্যায়ে মালানের সাম্প্রতিক পারফরম্যান্স নজর কাড়ছে। এই মৌসুমে ইয়র্কশায়ারের হয়ে একমাত্র চ্যাম্পিয়নশিপ ইনিংসে ১৯৯ রান করেছেন। বব উইলিস ট্রফির আগের মৌসুমে তার গড় ছিল ৬৬। মূলত অ্যাশেজ সিরিজে চোখ রেখে তাকে দলে ফেরাল থ্রি লায়নরা। গত অস্ট্রেলিয়া সফরে তার ব্যাটিং গড় ছিল ৪২.৫৫ এবং পার্থে দারুণ একটি সেঞ্চুরিও করেন।
এই বছর ১০ টেস্ট খেলে ১৯.৭৭ গড় সিবলির। তার বাদ পড়া অনুমিত ছিল। ভারতের বিপক্ষে চার ইনিংস খেলে তার সর্বোচ্চ স্কোর ২৮। ক্রিস সিলভারউড মনে করছেন টপ অর্ডারে পরিবর্তনের সময় এসেছে। সিবলির বাদ পড়ায় লর্ডস টেস্টে ডাক পাওয়া হাসিব হামিদ এক ধাপ এগিয়ে ওপেনিং করতে পারেন।উডের অবস্থা পর্যবেক্ষণ করা হবে শেষ পর্যন্ত। আগামী ২৫ আগস্ট শুরু হতে যাওয়া ম্যাচে তাকে ফিট পাওয়ার প্রত্যাশা। তিনি ছিটকে গেলে অভিষেক হলেও হতে পারে মাহমুদের।পাঁচ ম্যাচের সিরিজে দুই টেস্ট শেষে ভারত ১-০ তে এগিয়ে। ট্রেন্ট ব্রিজ টেস্ট ড্রর পর বিরাট কোহলির দল দাপুটে জয় পায় লর্ডসে।
তৃতীয় টেস্টের দল: জো রুট (অধিনায়ক), মঈন আলী, জিমি অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, ররি বার্নস, জস বাটলার, স্যাম কারান, হাসিব হামিদ, ড্যান লরেন্স, সাকিব মাহমুদ, ডেভিড মালান, ক্রেইগ ওভারটন, ওলি পোপ, ওলি রবিনসন ও মার্ক উড।