মিরর ডেস্ক : তুরস্কের পূর্বাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন অভিবাসন প্রত্যাশী নিহত হয়েছেন। রবিবার সকালে এ দুর্ঘটনায় আহত হন আরও ২৬ জন। হতাহতদের মধ্যে কয়েকজন বাংলাদেশিও রয়েছেন। বার্তাসংস্থা রয়টার্সের বরাত দিয়ে ইউরোনিউজ এ খবর জানিয়েছে।
ইরান সীমান্তের কাছে তুরস্কের মুরাদিয়া জেলায় এ দুর্ঘটনা ঘটে। খবরে জানা গেছে, বাসটি একটি খাদে পড়ে গেলে তাতে আগুন লেগে যায়।
দুর্ঘটনায় নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে জানা গেছে, বাসটিতে বাংলাদেশি ছাড়াও পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকরা ছিলেন। এর জেরে ওই বাসের মালিককে আটক করেছে পুলিশ।
ইউরোপগামী অভিবাসন প্রত্যাশীরা তুরস্ককে রুট হিসেবে বহুকাল ধরেই ব্যবহার করছে। ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের অভিবাসন প্রত্যাশীরা প্রায়ই ইরান সীমান্ত দিয়ে তুরস্কে প্রবেশ করে। সেখান থেকে তারা ইউরোপের অনেক দেশেও যায়।