
মিরর ডেস্ক : ভারতে দ্বিতীয় মহাকাশ বন্দর তৈরি করতে চলেছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। তামিলনাড়ুর কুলশেখরপট্টিনামে। দ্বিতীয় মহাকাশ বন্দর তৈরির জন্য থুতুকুড়ি জেলার কুলশেখরপট্টিনামে জমি অধিগ্রহণের কাজ চূড়ান্ত পর্যায়ে বলে ইসরোর তরফে জানানো হয়েছে।
এই মুহূর্তে দেশে একটিই মহাকাশ বন্দর রয়েছে ইসরোর। বঙ্গোপসাগরের শ্রীহরিকোটা দ্বীপে, যা অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলায় পড়ে। ২০০২ সালে এই মহাকাশ বন্দরের নামকরণ করা হয় ইসরোর প্রাক্তন চেয়ারম্যানের নামে। নাম দেওয়া হয় সতীশ ধওয়ন মহাকাশ কেন্দ্র (এসডিএসসি)।
দ্বিতীয় মহাকাশ বন্দর গড়ে তোলার প্রয়াসের খবরটি সমর্থন করে তামিলনাড়ুর থুতুকুড়ি কেন্দ্রের সাংসদ কানিমোঝি সংবাদ সংস্থাকে বলেছেন, ওই মহাকাশ বন্দরটি রাজ্যে গড়ে তুলতে ডিএমকে সরকার খুবই আগ্রহী। সেই লক্ষ্যে মহাকাশ বন্দরের জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে জোরকদমে। বলা যায়, এখন তা চূড়ান্ত পর্যায়ে।