ঢাকা : সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে ঢাকায় পৌঁছেছে সিনোফার্মের ২০ লাখ ডোজ করোনা টিকা। গত রাতে বাংলাদেশ বিমানের বিশেষ দুইটি ফ্লাইটে চীন থেকে এসব টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। প্রথম চালানটি আসে শনিবার রাত ১১টা ৩৫ মিনিটে। দ্বিতীয় চালানটি আসে ভোররাত ৩টার দিকে।
এর আগে চলতি মাসের শুরুতেই চীন থেকে আরও ২০ লাখ ডোজ টিকা আসে। চীনের সিনোফার্ম থেকে তিন কোটি ডোজ টিকা কেনার চুক্তি করেছে সরকার। ধাপে ধাপে এসব টিকা আসছে।