
মিরর স্পোর্টস : এবারের টোকিও অলিম্পিকে বিশেষ সম্মাননা পাচ্ছেন নোবেল পদক জয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। আগামি ২৩ জুলাই জাপানের রাজধানী টোকিওতে পর্দা উঠতে যাচ্ছে বিশ্বের সবথেকে বড় এই আসরের। এই আসরেই মুহাম্মদ ইউনূসকে অলিম্পিক লরেল দেয়া হবে। বুধবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
খবরে জানানো হয়েছে, খেলাধুলার উন্নয়নের জন্য বিশেষ কাজের স্বীকৃতি হিসেবে ড. ইউনূসকে এই সম্মাননা দেয়া হচ্ছে। ২০১৬ সালের সর্বশেষ রিও অলিম্পিকে প্রথমবারের মতো এই সম্মাননা চালু করেছিল আইওসি। প্রথমবার সংস্কৃতি, শিক্ষা ও শান্তিতে প্রচেষ্টার স্বীকৃতি ও ক্রীড়াঙ্গনের উন্নতির জন্য এই সম্মাননায় ভূষিত হন কেনিয়ার সাবেক অলিম্পিয়ান কিপ কাইনো। তিনি আফ্রিকার ওই দেশটিতে শিশুদের জন্য বাসস্থান, স্কুল ও ক্রিড়া সেন্টার গড়ে তুলেছিলেন।
তার সেই উদ্যোগ বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছিল। এবার সেই ধারায় এই সম্মান পাচ্ছেন বাংলাদেশের অর্থনীতিবিদ ড. ইউনূস। তার ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাংলাদেশে দারিদ্রতা হ্রাসে ব্যাপক ভূমিকা রেখেছে। খবর আল-জাজিরা।