
ঢাকা : গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদফতর মঙ্গলবার (১৭ আগস্ট) জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন ৩শ’ ২৯ জনের মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৩শ’ ৬ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ জন। এ বছর এত বেশি সংখ্যক রোগী এর আগে শনাক্ত হননি।
তবে এ মাসে বছরের অন্যান্য মাসের মোট ডেঙ্গু রোগীর চেয়ে রোগী সংখ্যা ছাড়িয়ে গেছে। এ মাসে এখন পর্যন্ত তিন হাজার ৯শ’ ৯২ জন রোগী শনাক্ত হয়েছেন। এর আগে গত জুলাই মাসে শনাক্ত হয়েছেন দুই হাজার ২শ’ ৮৬ জন, জুনে ২শ’ ৭২ জন, মে মাসে ৪৩ জন, এপ্রিলে তিন জন, মার্চে ১৩ জন, ফেব্রুয়ারিতে ৯ জন এবং জানুয়ারিতে ৩২ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ১শ’ ১৪ জন রোগী ভর্তি আছেন জানিয়ে অধিদফতর জানাচ্ছে, এরমধ্যে রাজধানী ঢাকার সরকারি ও বেসরকারি ৪১টি হাসপাতালে ভর্তি রয়েছেন এক হাজার ৪৮ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ৬৬ জন।