স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুর জেলায় টানা ১০ দিন পর গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে এ সময় করোনা শনাক্ত হয়েছে ৮৪ জনের। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা ১০ হাজার ৭শ’ ৯ জন।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর সিভিল সার্জন ডাক্তার আব্দুল কুদ্দুস। তিনি জানান, দিনাজপুরে করোনা শনাক্তের হার কিছুটা কমেছে। থেমেছে মৃত্যুর মিছিল। গেল ২৪ ঘণ্টায় ৩শ’ ২৬টি নমুনা পরীক্ষা করে ৮৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এর মধ্যে সদর উপজেলায় ৩৮ জন, বিরলে আট জন, বিরামপুরে দুই জন, বীরগঞ্জে ১৩ জন, বোচাগঞ্জে এক জন, চিরিরবন্দরে এক জন, ফুলবাড়ীতে এক জন, হাকিমপুরে এক, খানসামায় ১১ জন, নবাবগঞ্জে তিন জন ও পার্বতীপুর উপজেলায় পাঁচ জন করোনা পজিটিভ হয়েছেন। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ২৫ দশমিক ৭৬। গত ২৪ ঘন্টায় ১শ’ ২৫ জন রোগী সুস্থ হয়েছেন।