
মিরর স্পোর্টস : জয়ের ধারাবাহিকতায় রয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। টানা চতুর্থ জয় পেয়েছে প্রিমিয়ার লিগের অন্যতম সেরা এই দলটি। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ৪-১ গোলে উত্তর বারিধারাকে হারিয়েছে। এই জয়ে ২১ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে থাকল সাইফ। ১৫ পয়েন্ট নিয়ে দশমস্থানে এক ম্যাচ বেশি খেলা বারিধারা। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ১-০ গোলে হারিয়েছে অবনমনে যাওয়া আরামবাগ ক্রীড়া সংঘকে। এক ম্যাচ পরেই জয়ের ধারায় ফিরল পুলিশ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই উত্তর বারিধারার ওপর চাপ প্রয়োগ করে খেলতে থাকে সাইফের নাইজেরিয়ান দুই ফরোয়ার্ড জন ওকোলি এবং কেনেথ ইকেচুকু। চাপ সামলাতে না পেরে ১৮ মিনিটে নিজেদের জালেই বল জড়াতে যাচ্ছিলেন বারিধারার পাপন সিংহ।
মিতুল মারমার দিকে বাড়ানো বল সাইড বার ঘেষে বাইরে চলে যায়। সৌভাগ্য তাদের। ম্যাচের ২৮ মিনিটে মিতুল মারমার ভুলের খেশারত দিতে হয় বারিধারাকে। মিতুল মারমা সতীর্থের দিকে বল কাড়ালেও তা পেয়ে যান জন ওকোলি। বল পেয়ে ঢুকে পরেন বারিধারার বক্সে। সেখানে মিতুল মারমার মাথার উপর দিয়ে চিপ করে বল জালে জড়িয়ে সাইফকে এগিয়ে নেন এই নাইজেরিয়ান।
৬৬ মিনিটে সাইফ স্পোর্টিংয়ের ব্যবধান দ্বিগুণ করেন ইকেচুকু। ফয়সাল ফাহিমের কাট ব্যাক থেকে বাঁ পা লাগিয়ে বল জালে জড়ান এই নাইজেরিয়ান। মিনিট আটেক পর উত্তর বারিধারার হয়ে এক গোল শোধ দেন মারুফ। সুমন রেজার কাট ব্যাক থেকে বক্সের সামনে দাঁড়িয়ে বাঁ পায়ের জোড়াল শটে বল জালে জড়ান।
ম্যাচের শেষ মূহূর্তে বারিধারার কফিনে শেষ পেরেগটি ঠুকে দেন জন ওকোলি। এ নিয়ে লিগে ১৮তম গোলের দেখা পেলেন জন ওকোলি।
অন্যদিকে কমলাপুরে দীর্ঘসময় পুলিশকে রুখে দেয় স্বস্তি খুঁজছিল প্রিমিয়ার লিগ থেকে অবনমনে যাওয়া আরামবাগ ক্রীড়া সংঘ। কিন্তু তাদের জয়ভাগ্যের শিকে ছেড়েনি। ম্যাচের অন্তিম মূহুর্তে পেনাল্টি থেকে গোল করে পুলিশকে জয় এনে দেন মোহাম্মদ জুয়েল। ফলে টানা ষষ্ঠ হার নিয়ে মাঠ ছাড়ে মতিঝিলের দলটি।