
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে মুরগী চুরির অপবাদে লাঞ্ছনা সইতে না পেরে মোরসালিন (১৭) নামে এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। শনিবার (২১ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার রামপুর ইউনিয়নের রঘুনাঘপুর চয়নপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, শনিবার সকালে দীর্ঘ সময় মোরসালিন ঘরের দরজা বন্ধ থাকায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে, ঘরের দরজা ভেঙ্গে মোরসালিনকে ঘরের ছাদের বর্গায় ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। মোরসালিন নূরল মজিদ হাই স্কুলের বিজ্ঞান বিভাগের দশম শ্রেনীর ছাত্র।
পারিবারিক সুত্রে জানা যায়, প্রতিবেশী মোহাম্মদ হোসেন শুক্রবার তাকে মুরগী চুরির অপবাদ দেয়। এছাড়াও বিকেলে স্থানীয় ফকির বাজারে সেলুনে চুল কাটতে গেলে কিছু বখাটে ছেলে সেখানে ঘেরাও করে তাকে লাঞ্চিত করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাদানুবাদও হয়।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফর জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরেই দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।নিহতের ঘটনায় পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে।