
মিরর ডেস্ক : চীন দ্রুতগতিতে পারমাণবিক অস্ত্র নির্মাণ বাড়িয়েছে বলে দাবি করে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি কমিয়ে আনতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এসব কথা বলেন।
সম্প্রতি ওয়াশিংটন পোস্টের এক খবরে বলা হয়েছে, সম্প্রতি চীনের পশ্চিমাঞ্চলীয় একটি মরু এলাকায় নতুন করে শতাধিক ক্ষেপণাস্ত্র মজুতের জায়গা নির্মাণ করেছে বেইজিং। নিয়মিত সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মার্কিন মুখপাত্র নেড প্রাইস বলেন, এসব খবর আর অন্যান্য অগ্রগতিতে বোঝা যাচ্ছে, চীন ধারণার চেয়েও দ্রুতগতিতে পারমাণবিক অস্ত্র বাড়াবে।
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দেওয়া বক্তব্য নিয়েও কথা বলেন মার্কিন মুখপাত্র। ওই অনুষ্ঠানে জিনপিং বলেন, কেউ বিরক্ত করতে এলে তার মাথা থেঁতলে দেবে চীন। মার্কিন মুখপাত্র বলেন, চীনা প্রেসিডেন্টের বক্তব্য আমলে নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে সুনির্দিষ্ট কোনও মন্তব্য করবে না ওয়াশিংটন। সূত্র: রয়টার্স