
মিরর ডেস্ক : একটি ক্রিপ্টোকারেন্সি লেনদেন প্ল্যাটফর্ম থেকে ৬১ কোটি ডলার চুরি করে আবার তার অর্ধেক ফেরত দিয়েছে হ্যাকাররা। এটি ডিজিটাল মুদ্রাজগতের অন্যতম বৃহৎ হ্যাকিংয়ের ঘটনা। মঙ্গলবার ভয়াবহ এই হ্যাকিংয়ের ঘটনা ঘটে। ক্রিপ্টোকারেন্সির জগতে পলি নেটওয়ার্কের নাম তেমন একটা পরিচিত নয়। তাদের কাজটি মূলত বিভিন্ন ব্লকচেইনের মধ্যে ব্যবহারকারীদের টোকেন স্থানান্তরের সুযোগ করে দেওয়া। কিন্তু হ্যাকিংয়ের একটি ঘটনা ওই প্রতিষ্ঠানটিকে এখন বিশ্বে আলোচিত করেছে।
গত মঙ্গলবার তাদের প্ল্যাটফর্মটিরই একটি দুর্বলতার সুযোগে ৬১ দশমিক ৩ কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় পাঁচ হাজার কোটি টাকার বেশি সরিয়ে ফেলে হ্যাকাররা। পরবর্তী সময়ে গতকাল বৃহস্পতিবার তার অর্ধেকের বেশি ৩৪ কোটি ২০ লাখ ডলার ফেরত দিয়েছে তারা। অনেকের মতো হ্যাকাররা প্রতিষ্ঠানটির ভুল ধরিয়ে দিতে চেয়েছে, তাই দয়া করে অর্ধেক অর্থ ফেরত দিয়েছে।
সূত্র : এএফপি।