
ঢাকা : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, শুরুতে মানুষের মধ্যে করোনা নিয়ে যে ধরনের ভীতি ছিল, সেটা এখন আর নেই। সোমবার (২৬ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘গত এক বছর গ্রামে করোনা না ছড়ানোর পরিপ্রেক্ষিতে গ্রামের মানুষের মধ্যে একটি ধারণা জন্মেছিল যে, গ্রামে কখনও করোনা আসবে না। কিন্তু এখন শহরের হাসপাতালে যেসব রোগী ভর্তি হচ্ছে, তার ৭০ ভাগ রোগী গ্রাম থেকে আসছে। এখন সারাদেশে করোনা ছড়িয়েছে। এজন্য সবাইকে অনুরোধ জানাবো— স্বাস্থ্যবিধি মেনে চলতে। নিজের স্বার্থেই লকডাউন ও স্বাস্থ্যবিধি মানা প্রয়োজন।’
লকডাউন মানতে সাধারণ মানুষের অংশগ্রহণ নিয়ে হতাশা প্রকাশ করে হাছান মাহমুদ বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরও কঠোর হতে হবে।’