মিরর ডেস্ক : গত কয়েক দিন দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু ঊর্ধ্বমুখী ছিল। তবে ঈদুল আজহার দিন এসে সংক্রমণ ও মৃত্যু দুটোই নিম্নমুখীর খবর এল।
বুধবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সারা দেশে আরও ১শ’ ৭৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ৪শ’ ৯৮ জনে।
এছাড়া একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৭ হাজার ৬শ’ ১৪ জন। এর আগের দিন ১১ হাজার ৫শ’ ৭৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। সব মিলিয়ে এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো ১১ লাখ ৩৬ হাজার ৫শ’ ৩ জন।
এর আগে মঙ্গলবার করোনায় ২শ’ জন, সোমবার সর্বোচ্চ ২শ’ ৩১ জনের মৃত্যু হয়েছিল। আর রবিবার ২শ’ ২৫ ও শনিবার ২শ’ ৪ জন মারা গিয়েছিল।
গত ২৪ ঘণ্টায় ১শ’ ৭৩ জনের মৃত্যুর মধ্যে পুরুষ ৯৮ ও নারী ৭৫ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১শ’ ৪৬ জন, বেসরকারি হাসপাতালে ২২ জন এবং বাড়িতে ৫ জন মারা যান।
এছাড়া একই সময়ে সরকারি-বেসরকারি ৬শ’ ৩৯টি ল্যাবরেটরিতে ২৫ হাজার ৬শ’ ২৫টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ২৪ হাজার ৯শ’ ৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এনিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৭৩ লাখ ৬৪ হাজার ৮শ’ ৮৮টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩০ দশমিক ৪৮ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৫ দশমিক শূন্য ৪৩ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ৭শ’ ৪ জন করোনা রোগী। এনিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা হলো ৯ লাখ ৬১ হাজার ৪৪ জন। সুস্থতার হার ৮৪ দশমিক ৫৬ শতাংশ।
বাংলাদেশে করোনা প্রথম শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ভাইরাসটিতে একজনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।