
ঢাকা : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার অন্যতম আসামি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুর রহিম। রবিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) সাবেক এই মহাপরিচালক।
রবিবার বিকেলে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুর রহিমকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউত) রেখে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সকাল সাড়ে ৮টার পর তিনি মারা যান। মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কারা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আব্দুর রহিম গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের কনডেম সেলে থাকতেন। ২৬ জুলাই তার দেহে করোনা শনাক্ত হয়। প্রথমে তাকে শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।