
স্টাফ রিপোর্টার, দিনাজপুর : ভয়াল একুশে আগস্টে বর্বরোচিত গ্রেনেড হামলায় শাহাদাত বরণকারীদের স্মরণে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে উপস্থিত হয়ে স্বেচ্ছায় রক্তদান করেন হাবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
এ দিন সকাল ১০টায় কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. ফজলুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. খালেদ হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ ও চিফ মেডিক্যাল অফিসার ডা. মো. নজরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এদিকে করোনাভাইরাসের সংক্রমণের বিষয়টি মাথায় রেখে স্বল্প পরিসরে রক্তদান কর্মসূচি আয়োজন করা হয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পক্ষ থেকে গুগল ডক ফর্মের মাধ্যমে আগ্রহী রক্ত দাতাগণের তালিকা সংগ্রহ করা হচ্ছে। তালিকাটি ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ, মেডিক্যাল সেন্টার ও দানেশ ব্লাড ব্যাংকের কাছে সংরক্ষিত থাকবে; যেন বিশ্ববিদ্যালয় পরিবারের কারো রক্তের প্রয়োজন হলে সেই তালিকা থেকেই সংগ্রহ করা যায়।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে তার জনসভায় বর্বরোচিত গ্রেনেড হামলায় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী শহীদ হয়। ভয়াল ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় শাহাদত বরণকারীদের স্মরণে বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।