
মিরর বিনোদন : অবশেষে আজমেরী হক বাঁধন অভিনীত আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার ট্রেলারের দেখা মিলল। এখানে বাঁধন অভিনীত চরিত্রটি কিছুটা হলেও আঁচ করতে পেরেছেন দর্শকরা। এক মিনিট ৩৯ সেকেন্ডের ট্রেলারে সংগ্রামী এক নারীর দেখা মিলছে। সেখানে একরোখা এক নারীর দেখা পেয়েছেন দর্শক।
শুক্রবার (২ জুলাই) কান ফেস্টিভালের ৭৪তম আসরের প্রতিযোগিতা বিভাগের অন্যতম ছবি হিসেবে প্রকাশ হয়েছে ‘রেহানা মরিয়ম নূর’-এর ট্রেলার।
বাঁধন মিডিয়াকে বলেন, ‘আপনাদের মতামত আমার জন্য অনেক জরুরি। আমার কয়েক বছরের পথচলা ঠিক ছিল কিনা সেটা বুঝতে পারব। এখন একটা ঘোরের মধ্য দিয়ে যাচ্ছি। অনেকদিন এই চরিত্রটাকে মনের মধ্যে লালন করেছিলাম। এই চরিত্রের অনেককিছু বিশ্বাস করি। নিজেকে বদলে ফেলেছিলাম এই চরিত্রটি করার পর।’
বর্তমানে বাঁধন ও তার ৬ সদস্যের দল অবস্থান করছেন দূর প্যারিসের এক বাংলো বাড়িতে। সেখানে তারা ১০ দিনের কোয়ারেন্টিনে আছেন। কোয়ারেন্টিন শেষ হবে আগামী ৬ জুলাই। তারপর সরাসরি অংশ নেবেন উৎসবের উদ্বোধনী আয়োজনে।
কান উৎসবের ৭৪তম আসরের জন্য আঁ সার্তে বিভাগে প্রথমে আছে বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। আগামী ৭ জুলাই সকাল ১১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ৩টা ১৫ মিনিট) প্রথম প্রদর্শন হবে সিনেমাটির।
১ ঘণ্টা ৪৭ মিনিটের এই সিনেমায় নাম ভূমিকায় আছেন আজমেরী হক বাঁধন। এতে আরও অভিনয় করেছেন- সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথিসহ অনেকে।