
নাটোর প্রতিনিধি : নাটোরে হোটেল ব্যবসায়ী শরিফুল ইসলাম পচু ও তার ভাই বাবলুর মৃত্যুর পর শুক্রবার (৯ জুলাই) সন্ধ্যায় মারা গেলেন অপর ভাই জাহাঙ্গীর আলম (৪২)। জাহাঙ্গীর আলম করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মারা যান তিনি।
একদিনে এক পরিবারের তিন ভাইয়ের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসছে। জাহাঙ্গীর আলম লোহার এঙ্গেল ও স্টিল সিটের ব্যবসা করতেন। নাটোর শহরের পুরাতন বাস টার্মিনালের সামেন তার দোকান।
পরিবার ও এলকাবাসী জানায়, নাটোরের ইসলামিয়া ওরফে পচুর হোটেলের মালিক মো. শরিফুল ইসলাম পচু গত রাতে করোনা আক্রান্ত হয়ে ঢাকায় মারা যান। তার মৃত্যুর সংবাদ পেয়ে সকালে ছোট ভাই বাবলু হার্ট অ্যাটাকে মারা যান। নাটোর শহরের ভবানীগঞ্জ মহল্লায় এ ঘটনা ঘটে। অপরদিকে পচুর ছোট ভাই জাহাঙ্গীর আলম করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। সন্ধ্যায় তিনিও মারা যান।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নান্নু শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিন ভাইয়ের একদিনে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।