মিরর ডেস্ক : একইসঙ্গে কোভিডের দুটি ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়া সম্ভব বলে সাবধান বার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা। ৯০ বছরের এক বৃদ্ধ নারী একইসঙ্গে আলফা ও বেটা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর কোভিড নিয়ে এখন নতুন আতঙ্ক জুড়ে বসেছে। গত মার্চ মাসে বেলজিয়ামে মারা যান ওই নারী। তিনি ভ্যাকসিন নেয়া ছিলেন না। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি একই সময়ে দুটি ভিন্ন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন।
বিবিসি’র খবরে বলা হয়েছে, এমন ঘটনা নিয়ে এবারই প্রথম হইচই শুরু হয়েছে। এরইমধ্যে তার এই ঘটনাটি নিয়ে আলোচনা হয়েছে ইউরোপের ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ কংগ্রেসে। যদিও একইসঙ্গে দুই ভ্যারিয়েন্টে আক্রান্তের বিষয়টি আগেও শোনা গিয়েছিল।
জানুয়ারিতে ব্রাজিলের বিজ্ঞানীরা জানিয়েছিলেন, সেখানে এক রোগী একই সময়ে দুই ধরনের কোভিডে আক্রান্ত হয়েছেন। পর্তুগালেও ১৭ বছরের এক তরুণের একইসঙ্গে দুই ধরনের কোভিডে আক্রান্তের ঘটনা জানিয়েছিলেন দেশটির গবেষকরা।
বেলজিয়ামে মারা যাওয়া ওই প্রবীণ নারী ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ হিসেবে পরিচিত দুটি ধরনে আক্রান্ত হয়েছিলেন। তিনি মৃদু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তবে ক্রমশই তার ফুসফুস অকেজো হয়ে পড়ে। তার কেস নিয়ে কাজ করা গবেষক দলের প্রধান ড. অ্যানি ভ্যাঙ্কিরবারঘেন বলেন, ওই সময় বেলজিয়ামে দুইটি ভ্যারিয়েন্টই ছড়াচ্ছিল। ধারণা করা হচ্ছে, ওই নারী ভিন্ন দুইজনের মাধ্যমে আক্রান্ত হয়েছেন।