
মিরর ডেস্ক : পাঠ্যপুস্তক থেকে আগেই বাদ দিয়েছিলেন, এবার রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জাতীয় সংগীতের ওপর কোপ পড়ল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের। সরকার নির্দেশ দিয়েছে, একটি রাজ্য সংগীত রচনা করার যা গাওয়া হবে স্কুল, কলেজ, অফিস, আদালতের অনুষ্ঠানে। এতদিন সেখানে গাওয়া হত রবীন্দ্রনাথের জাতীয় সংগীত — জন গণ মন অধিনায়ক জয় হে…. এবার সেই জায়গা নেবে রাজ্য সংগীত।
উত্তরপ্রদেশ সরকারের মুখ্যসচিব জানিয়েছেন, এই মর্মে একটি কমিশনও গঠন করা হয়েছে। শীঘ্রই চূড়ান্ত করা হবে রাজ্য সংগীত। মুখ্যসচিব কিংবা খোদ যোগী আদিত্যনাথও সম্ভবত জানেন না যে রবীন্দ্রনাথই বিশ্বের একমাত্র কবি যাঁর রচনা দুটি দেশের জাতীয় সংগীত। ভারতের জাতীয় সংগীত ছাড়াও বাংলাদেশের.. আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি… রবীন্দ্রনাথেরই সৃষ্টি। ২০১৮ সালের ২৪ জানুয়ারি উত্তরপ্রদেশ দিবস হিসেবে চিহ্নিত হয়।
যোগীর ধারণা ওই দিন থেকেই আধুনিক উত্তরপ্রদেশের যাত্রা শুরু হয়। আর ওই দিনটা থেকেই রবীন্দ্রনাথকে ছেঁটে ফেলে রাজ্য সংগীত করার অপচেষ্টার শুরু যোগী সরকারের। তিন বছরে তা চরিতার্থ হওয়ার সম্ভাবনা।