বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে ঈদগাঁয়ে ঈদুল আজহার নামাজ পড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম শাহিন মিয়া (২০)। সে উপজেলার ১১ নম্বর মক্রমপুর ইউনিয়নের সবুজ মিয়ার ছেলে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করতে পরিবারের সবার সঙ্গে গ্রামের মসজিদে যায় সবুজ। দু’তলা বিশিষ্ট মসজিদের ছাদে গেলে বিদ্যুৎ সংযোগ থাকা লোহার রডে স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতরভাবে আহত হন শাহিন মিয়া।
গুরুতরভাবে আহত শাহিনকে এলাকাবাসী উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (তদন্ত) প্রজিত কুমার দাসের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।