
মিরর স্পোর্টস : ইনজুরির সঙ্গে লড়াই করতে হচ্ছে ইংলিশ পেসার জোফরা আর্চারকে। চলতি বছরের বেশিরভাগ সময়ই ছিলেন মাঠের বাইরে। ডানহাতের কনুইয়ের ইনজুরি কাটিয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ফিরলেও পুরনো চোটের কারণে আবারও মাঠের বাইরে চলে যেতে হয়। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজেও খেলতে পারেননি তিনি। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজেও নাম নেই তার।ইনজুরির কারণে আরও বড় খেসারত দিতে হচ্ছে তাকে। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজ সিরিজ থেকেও ছিটকে গেছেন এই পেসার। বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।এর আগে ইনজুরি কাটিয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে কেন্টের বিপক্ষে মাঠে ফিরেছিলেন তিনি। এরপরই পুরনো চোট মাথাচাড়া দিয়ে ওঠে। ডান হাতের কনুইয়ের ব্যথায় ভুগছেন আর্চার। যার ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের এই তারকা পেসার।
অস্ত্রোপচারের পর কয়েক সপ্তাহ আগে কাউন্টি ক্রিকেটে ফিরলেও অস্বস্তির কারণে আবারও স্ক্যান করা হয়। তখন জানা যায় ২০২০ সালে দক্ষিণ আফ্রিকা সফরে পাওয়া তার পুরনো চিড় এখনো আছে। এরপরই সামনের বড় দুটি টুর্নামেন্টে তার না খেলার বিষয়ে সিদ্ধান্ত জানায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।তবে তার খেলতে না পারাটা ইংল্যান্ডের জন্য বড় সমস্যা মনে করছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক। জোফরা আর্চারের না খেলার বিষয়ে তিনি জানান, এটা অনেক বড় দুশ্চিন্তার খবর। দলে তার অনুপস্থিতি ভোগাবে।এর আগে ব্যথানাশক ইনজেকশন নিয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছেন তিনি। তবে এই সফরের মাঝপথে তাকে ইংল্যান্ডে ফিরে আসতে হয়েছিল।