
স্টাফ রিপোর্টার, দিনাজপুর : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ-ম্যাক্স গ্রুপ-এর যৌথ উদ্যোগে ও আইইবি দিনাজপুর কেন্দ্রের ব্যবস্থাপনায় জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর মাধ্যমে ২০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে। সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ রবিবার সকালে দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সিলিন্ডারগুলো গ্রহণ করেন।
এ উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন এডঃ জাকিয়া তাবাসসুম জুঁই এমপি, জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সচিন চাকমা, সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ, আইইবি দিনাজপুর কেন্দ্রের সাধারন সম্পাদক প্রকৌশলী মোঃ মুরাদ হোসনে, সহ-সভাপতি প্রকৌশলী আব্দুল ওয়াদুদ মন্ডল প্রমুখ। আইইবি এবং ম্যাক্স গ্রুপ যৌথভাবে সারাদেশে চার হাজার অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে।