
ঢাকা : সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসিফ নজরুলের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছে ছাত্রলীগ। বুধবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে ছাত্রলীগের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. নাহিদ হাসান শাহিন বাদী হয়ে এ অভিযোগ করেন।
ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ফুয়াদ হোসেন শাহাদাত বলেন, আসিফ নজরুলের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ আকারে মামলার আবেদন করা হয়েছে। বর্তমানে আবেদনটি প্রক্রিয়াধীন।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার (ওসি) মওদুদ হাওলাদার বলেন, নিয়মিত মামলার আবেদন হিসেবে এটিকে সাইবার সেলে পাঠানো হবে। তাদের পর্যবেক্ষণের পর মামলা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হবে।
এর আগে মঙ্গলবার (১৭ আগস্ট) আসিফ নজরুল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে লিখেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দর ধরনের দৃশ্য বাংলাদেশেও হতে পারে’। ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনায় বুধবার (১৮ আগস্ট) বিকেলে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে আইন বিভাগে অধ্যাপক আসিফ নজরুলের কক্ষ সিলগালা করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন।