
মিরর স্পোর্টস : কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের নতুন সূচি অনুসারে দক্ষিণ আমেরিকান দলগুলো খেলবে তিনটি করে ম্যাচ।দক্ষিণ আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল আর আর্জেন্টিনা। মাঠে যখন এই দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই চলে সমানভাবে মাঠের বাইরেও চলে এর সমর্থকদের বাকযুদধ। চলতি বছরে আরও দুইবার দেখা যাবে লিওনেল মেসি ও নেইমারদের প্রতিদ্বন্দ্বিতা।কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের নতুন সূচি অনুযায়ী আগামী সেপ্টেম্বরে দক্ষিণ আমেরিকান দলগুলো খেলবে তিনটি ম্যাচ। আগামী ২, ৫ আর ৯ সেপ্টেম্বর তিন দিন হবে খেলা। আগামী ৫ সেপ্টেম্বর লড়াইয়ে ব্রাজিল মুখোমুখি হবে আর্জেন্টিনার। এর এক মাস পরেই যে আর্জেন্টিনা স্বাগত জানাবে ব্রাজিলকে, সেটা আগে থেকেই নির্ধারিত ছিল।করোনাভাইরাসের কারণে দুই দফায় দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাই স্থগিত হয়েছে। মূলত সে ক্ষতিই এখন পুষিয়ে নিতে চাইছে কনমেবল। যদিও আগে থেকেই শোনা যাচ্ছিল ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই এর কথা তবে সেটি জোড়ালো কোনো ভিত্তি ছিলো না। তবে অবশেষে দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবলের সভায় সেই নিশ্চয়তা পাওয়া গেল। সর্বশেষ সভায় নির্ধারিত হয়েছে বিষয়টির ফিফা থেকেও এসেছে অনুমোদন।
সেপ্টেম্বরে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের সূচি:
২ সেপ্টেম্বর: পেরু-উরুগুয়ে, ভেনেজুয়েলা-আর্জেন্টিনা, বলিভিয়া-কলম্বিয়া, চিলি-ব্রাজিল, ইকুয়েডর-প্যারাগুয়ের মুখোমুখি হবে।
৫ সেপ্টেম্বর: ইকুয়েডর-চিলি, প্যারাগুয়ে-কলম্বিয়া, ব্রাজিল-আর্জেন্টিনা, পেরু-ভেনেজুয়েলা, উরুগুয়ে-বলিভিয়ার মুখোমুখি হবে।
৯ সেপ্টেম্বর: ব্রাজিল-পেরু, কলম্বিয়া-চিলি, উরুগুয়ে-ইকুয়েডর, প্যারাগুয়ে-ভেনেজুয়েলা, আর্জেন্টিনা-বলিভিয়ার মুখোমুখি হবে।