
মিরর ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, কেউ চায় না আফগানিস্তান সন্ত্রাসবাদের প্রজনন স্থলে পরিণত হোক। তালেবান গোষ্ঠী কর্তৃক রাজধানী কাবুল দখলের পর এমন মন্তব্য করেছেন তিনি।
জানা যায়, যুক্তরাজ্যের জরুরি অবস্থা বিষয়ক কমিটির বৈঠকে এ কথা বলেছেন বরিস। এই কমিটিরত ওপর নাম কোবরা কমিটি। বৈঠকে আফগানিস্তানের পরিস্থিতিতে অত্যন্ত কঠিন আখ্যা দিয়ে বরিস বলেন, পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। বিশ্বের শক্তিশালী দেশগুলোকে এখনই একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং কোনো চুক্তি ছাড়া আফগানিস্তানে গঠিত কোনো সরকারকে স্বীকৃতি দেওয়া যাবে না।
এদিকে, ঘণ্টায় ঘণ্টায় নাটকীয় পরিবর্তন ঘটছে আফগানিস্তানে। তালেবানরা কাবুল ঘিরে ফেলার পর প্রথমে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে এমনটাই শোনা যাচ্ছিল। তবে এখন তাদের দাবি পূর্ণ ক্ষমতা। এরমধ্যেই দেশটির প্রেসিডেনশিয়াল প্যালেস দখলে নিয়েছে তালেবান। এছাড়া আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি পালিয়ে গেছেন পার্শ্ববর্তী দেশ তাজিকিস্তানে। রবিবার (১৫ আগস্ট) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
আফগানিস্তানের পরিস্থিতি আলোচনার জন্য রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক ডাকার পরিকল্পনা করছে। পররাষ্ট্র বিষয়ে রুশ সংসদের একজন মুখপাত্র বলেছেন মানবিক বিপর্যয় রোধ করা এখন খুবই জরুরি। রবিবার (১৫ আগস্ট) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ইইউর একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, আফগানিস্তানে মানবাধিকার লংঘন হচ্ছে কিনা এবং নারীর অধিকার মেনে চলা হচ্ছে কিনা তার ওপর নির্ভর করবে মানবিক সহায়তা অব্যাহত রাখা হবে কিনা।খবর বিবিসি।