
মিরর স্পোর্টস : ট্রেন্ট ব্রীজ টেস্ট দিয়ে আজ থেকে শুরু হচ্ছে বহুল আলোচিত ইংল্যান্ড-ভারত পাঁচ টেস্টের সিরিজ। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের প্রথম সিরিজ এটি। গত ফেব্রুয়ারি-মার্চে ভারত সফরে প্রথম টেস্ট জিতলেও পরের তিনটিতে হেরে ৩-১এ’ সিরিজ খুইয়েছিল জো রুটের দল। ফলে প্রথম আইসিসি চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ছিটকে গিয়েছিল ইংলিশরা। ঘরের মাঠে রুটদের জন্য স্পিনের ফাঁদ পেতেছিল ভারত। এই সিরিজের আগে এই ইংল্যান্ডেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারে স্বপ্নভঙ্গ হয় বিরাট কোহলিদের। সেই ধাক্কা সামলে আরেকটি মিশন শুরু হচ্ছে ভারতের। স্বভাবতই ঘরের মাঠে কোহলিদের জন্য ঘাসে ভরা পিচে ভয়ঙ্কর পেস আক্রমণ নিয়ে হাজির হবে ইংল্যান্ড। অভিজ্ঞ জেমস এ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রডদের সঙ্গে আছেন জোফরা আর্চারের মতো পেসার।
মানসিক অবসাদের কারণে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে বিশ্রামে গেছেন বেন স্টোকস। তবে আছেন আরেক পেস- বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস। ব্যাটিংয়ে রুট, ডম সিবলি, জ্যাক ক্রাউলি। অন্যদিকে শুভমন গিলের পর মায়াঙ্ক আগারওয়ালও ইনজুরিতে পড়েছেন। ওপেনিংয়ে তাই রোহিত শর্মার সঙ্গী হতে পারে পরে দলভুক্ত হওয়া পৃথ্বি শ অথবা অভিষেকের অপেক্ষায় থাকা লোকেশ রাহুল। ব্যাটিংয়ে কোহলি পাবেন অজিঙ্কা রাহানে আর চেতেশ্বর পুজারাকে। পেস বোলিংয়ে ইশান্ত শর্মা, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, স্পিনে আছেন রবিচন্দ্রন আশ্বিন ও অক্ষর প্যাটেল। খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল চারটায়।