
মিরর স্পোর্টস : আগের ম্যাচে হেরে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। আজ সোমবার (৯ আগস্ট) তাই সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে! যদিও দুই দলের জন্য ভিন্ন কারণে ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ। জয়ে ফেরা অস্ট্রেলিয়া যে কোন মূল্যেই শেষ ম্যাচটি জিতে সিরিজ শেষ করতে চাইবে। অন্যদিকে সিরিজ জিতলেও চার ম্যাচেই ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তাইতো সেই ব্যর্থতা কাটিয়ে নিজেদের কন্ডিশনে শেষটা জয়ে রাঙানোর সুযোগ বাংলাদেশ দলের। মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম সোমবার সন্ধ্যা ছয়টায় ম্যাচটি শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন, বিটিভি ও টি-স্পোর্টস।
সর্বশেষ ম্যাচে হারলেও তার আগেই ইতিহাস গড়া হয়ে গেছে বাংলাদেশের। প্রথম তিন ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জিতেছে। তবে চতুর্থ ম্যাচে ড্যান ক্রিস্টিয়ানের ব্যাটিং তাণ্ডবে বাংলাদেশের বিপক্ষে তিন রানে ম্যাচ জিতে নেয় সফরকারীরা। আগের তিন ম্যাচে যেখানে অস্ট্রেলিয়ার কোন পরিকল্পনাই সফল হয়নি। সেখানে চতুর্থ ম্যাচে এসে নতুন কিছু করার চেষ্টায় সফল হয়েছে অজিরা। বাড়তি একজন স্পিনারের পাশপাশি ক্রিস্টিয়ানকে ওপরের দিকে খেলায় তারা। তাতেই হয়েছে বাজিমাত। সোমবারের শেষ ম্যাচেও আগের ম্যাচের পরিকল্পনা নিয়েই হয়তো মাঠে নামবে ম্যাথু ওয়েডের দল। এদিকে নিজেদের চেনা কন্ডিশনে ব্যর্থ হচ্ছেন স্বাগতিক ব্যাটসম্যানরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে গত চার ম্যাচের একটিতেও মাহমুদউল্লাহরা ভালো ব্যাটিং করতে পারেনি। এমন স্লো উইকেটে অস্ট্রেলিয়ার পেসার ও স্পিনারদের বিপক্ষেও ধুঁকতে হয়েছে। সবমিলিয়ে তাই সিরিজের শেষ ম্যাচটি বাংলাদেশের ব্যাটসম্যানদের নিজেদের প্রমাণ করার ম্যাচও।
দলগত পারফরম্যান্সেই মূলত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। কালকেও এমন কিছুরই আশা করছেন পেসার শরিফুল ইসলাম। তার কথাতে মিললো সেই ইঙ্গিত, ‘দেখেন আমাদের এখন যে দল, সবাই পারফর্ম করছে। সবাই সবার ওপর ভরসা রাখছে, একজনের ওপর ছেড়ে দিচ্ছে না। একজন আউট হলে অপরজন ধরছে। তো এ জিনিসটা যতদিন থাকবে, তখন জয় পাওয়াটাও সহজ হবে। আমরা সবাই ইতিবাচক মানসিকতা নিয়েই মাঠে নামছি।’ এদিকে টানা চার ম্যাচে একই একাদশ নিয়ে মাঠে নামা বাংলাদেশ দলে সোমবারও পরিবর্তন আসার সম্ভাবনা ক্ষীণই বলা চলে। শেষ মুহূর্তে সৌম্যকে বাদ দিলে হয়তো মিঠুনকে দেখা যেতে পারে। গত চার ম্যাচে সৌম্যর স্কোর ২, ০, ২ ও ৮। তারপরও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সেরা সৌম্যর ওপর টিম ম্যানেজমেন্ট আরেকবার ভরসা রাখলে অবাক হওয়ার কিছু থাকবে না।