
আবির সরকার : অবশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া বিভিন্ন সময়ে ফোন ছিনতাইকারীসহ চারজনকে গ্রেপ্তারও করা হয়েছে। এর আগে গত ৩০ মে রাজধানীর বিজয় সরণি মোড় থেকে ছিনতাই হয়েছিল ফোনটি।
আজ সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া আইফোনটি উদ্ধার করেছে রমনা বিভাগ পুলিশ। এ ছাড়া বিভিন্ন সময়ে ফোন ছিনতাইয়ের ঘটনায় সম্পৃক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, পরিকল্পনামন্ত্রী ফোন ছিনতাইয়ের ঘটনায় গত ১ জুন কাফরুল থানায় একটি মামলা হয়। ওই সময় পুলিশ জানিয়েছিল, ফোনটি ছিনতাইয়ের পর কয়েক দফা হাত বদল হয়ে হাতিরপুলের একটি দোকানে গিয়েছিল। সেই দোকান থেকে একজন ক্রেতা ফোনটি ৩০-৩৫ হাজার টাকায় কিনে নেন। তবে সেই ক্রেতার খোঁজ পাওয়া না যাওয়ায় এতদিন ফোনটি উদ্ধার করা যাচ্ছিল না।