
মিরর ডেস্ক : মঙ্গলবার রাতে সরকার গঠনের ঘোষণা দিয়েছে তালেবান। দলটির এক কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে সরকারের ঊর্ধ্বতন কয়েক জন নেতার নাম ঘোষণা করা হবে।
তালেবান কর্মকর্তা আহমাদুল্লাহ ওয়াসিক বলেন, ‘আনুষ্ঠানিক শপথের আগে নতুন সরকারের ঘোষণা দেওয়ার বিষয়ে সম্মতি এসেছে।’ তিনি জানান, মন্ত্রিসভার কয়েক জন সদস্যের নাম এক সংবাদ সম্মেলনে ঘোষণা করা হবে।
পরে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা জানি আমাদের দেশের মানুষ নতুন সরকারের অপেক্ষায় রয়েছে’। তিনি জানান, আফগানিস্তানে একটি অন্তর্বর্তী সরকার গঠন করবে তালেবান। এই সরকারের নেতা হবেন মোল্লা মুহাম্মদ হাসান আখুন্দ। এছাড়া উপনেতা হবেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা আবদুল গণি বারাদার।
মঙ্গলবারের সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘আফগানিস্তানের মন্ত্রিপরিষদের নেতা হবেন মোল্লা মুহাম্মদ হাসান আখুন্দ।’ তিনি জানান, আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হবেন হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজুদ্দিন হাক্কানি। অন্য নিয়োগের মধ্যে রয়েছেন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুব। তিনি তালেবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে।
এছাড়া ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী থাকবেন আমির খান মুত্তাকি, অর্থমন্ত্রী হবেন হেদায়েতুল্লাহ বাদরি। এছাড়া অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় উপনেতা থাকবেন মোল্লা আবদুল সালাম হানাফি। উল্লেখ্য, প্রায় তিন সপ্তাহ আগে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান।