
পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় গরুকে ধর্ষণের অভিযোগে লম্পট হাফিজুর (৩৫) নামের এক যুবককে সাঁথিয়া থানা পুলিশ আটক করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হাপানিয়া-রামচন্দ্রপুর গ্রামে। হাফিজুর হাপানিয়া রামচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।
গরুর খামারে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বুধবার (১৪ জুলাই) রাত ১০টা ২০ মিনিটের দিকে হাফিজুর উপজেলার হাপানিয়া রামচন্দ্রপুর গ্রামের রেজাউল করিমের গরুর খামারে প্রবেশ করে। কিছু সময় এদিক ওদিক তাকিয়ে লম্পট একটি লাল গাভীকে ধর্ষণ করে চলে যায়।
পরে খামারের মালিক আলহাজ্ব রেজাউল করিম মাস্টার বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে তাকে ধরে এনে গোয়াল ঘরে বেঁধে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ সকালে হাফিজুরকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় ওই গো-খামারের মালিক আলহাজ্ব রেজাউল করিম মাস্টার বাদি হয়ে সাঁথিয়া থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার দুপুরে পশু ধর্ষককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন থানা পুলিশ।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।